কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নাইগ্যা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসাসহ  দুষ্কৃতিকারীদের কাছে অবৈধ অস্ত্র পৌঁছে দিতো

শাহেদ হোছাইন মুবিন :

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ধর্ষণ, অপহরণ, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড- নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আর এসবের জন্য সাধারণ রোহিঙ্গারা দায়ী করেন কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসাকে।

আর সন্ত্রাসী গ্রুপ আরসাকে অস্ত্রের জোগান দিয়ে আসছে তাদের কিছু অস্ত্র সরবরাহকারি সদস্য। বৃহস্পতিবার এমনই ৩ সদস্যকে আটক করেছিল র‌্যাব। একদিন না পেরোতেই আবারও এক অস্ত্র সরবরাহকারিকে আটকের পর এমনই তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাব বলছে, আটকের পর আরিফ হোসেন প্রকাশ নাইগ্যা দীর্ঘদিন যাবৎ মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ অন্যান্য দুষ্কৃতিকারীদের কাছে পৌঁছে দিতো।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন আরও জানায়, আটক সন্ত্রাসীর কাছ থেকে ৪টি দেশীয় তৈরী শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও দুইটি অটো সাইপার রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ আটক আরিফ হোসেন এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানায় র‍্যাব।

পাঠকের মতামত: