কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু

মহেশখালীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আশরাফুল হক তুহিন (২১) নামে এক মেধাবী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামের আজিজুল হকের পুত্র এবং আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আশরাফুল হক তুহিন ৯ অক্টোবর সন্ধ্যায় ঢাকা বারডেম হাসপাতাল মৃত্যু বরণ করে।

আশরাফুল হক তুহিনের সহপাঠী ও কলেজ বন্ধুরা জানান, সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার সন্ধ্যায় সে মারা যায়। গতকাল ১০ অক্টোবর সকাল ১১টায় কালালিয়াকাটা পুরাতন জামে মসজিদের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পাঠকের মতামত: