কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে জনসভায় আসার পথে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় আসার পথে অসুস্থ হয়ে দলটির এক নেতার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

জহিরুল ইসলাম বাচা মিয়ার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

নিউজবাংলাকে বাচা মিয়ার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘দুই দিন ধরে না ঘুমিয়ে কঠোর পরিশ্রম করে জনসভায় যাওয়ার জন্য এলাকার নেতা-কর্মীদের সংগঠিত করেছেন তিনি। আজকে তার নেতৃত্বে দুটি গাড়িও আসছে সমাবেশে। আমরা নিউ মার্কেট নেমে উনিসহ সদরঘাটে এমপি সাহেবের (চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী) অফিস থেকে টি-শার্ট আর টুপি নিয়ে নেতা-কর্মীদের বিতরণও করেছি।

‘এর মধ্যে অসুস্থ হয়ে পড়লে সেখানকার একটি দর্জির দোকানে বিশ্রাম নেন, কিন্তু অবস্থার অবনতি হলে শুরুতে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাই উনাকে। পরে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আমরা সমাবেশে দায়িত্বরত আছি। এ রকম কোনো সংবাদ এখনও পাইনি।’

পাঠকের মতামত: