কক্সবাজার, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চকরিয়ায় ৫ শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

চকরিয়া পৌর শহরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠা ৫ শতাধিক ভাসমান দোকান ও গাড়ির পার্কিং স্টেশন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা। এসময় সড়কের দুপাশ থেকে প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকান ও অবৈধ গাড়ির পার্কিং স্টেশন উচ্ছেদ করা হয়।

চকরিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বলেন, পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অবৈধভাবে ভাসমান দোকান, বিভিন্ন গাড়ির স্টেশন বসিয়ে যানজট সৃষ্টি করে রেখেছে। সড়কে জনসাধারণের চলাচলের পথ সুগম করতে এবং পৌর শহরকে যানজট মুক্ত করতে বুধবার সকাল থেকে দুপুর ৩টা অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকান, বেশ কয়েকটি অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়েছে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া থানা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সাথে ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা ও পৌরসভার প্রশাসক মো. ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে সড়কে ভাসমান দোকান ও গাড়ি পার্কিং স্টেশন আর বসতে দেয়া হবে না। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: