কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের রামুতে কোটি টাকার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। আটক ব্যক্তির নাম মো. আয়াস উদ্দিন (২৫)।

সোমবার দুপুরে রামুর ফুটবল চত্বরের আমতলীয়াপাড়া হাজী মোহাম্মদ হোসাইন অ্যান্ড সন্স ম্যানশনের দক্ষিণ দিকে র‌্যাব-১৫ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। তখন তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে র‌্যাব।

আটক আয়াস উদ্দিনের সঙ্গে থাকা দুজন তখন পালিয়ে যায়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আয়াস উদ্দিন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাক্তারকাটা গ্রামের আবদুল করিম ও লায়লা বেগমের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা প্রতিটি ইয়াবা টেবলেটের মূল্য ৫০০ টাকা ধরে এর মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা।

উদ্ধার ইয়াবা টেবলেট ও আটক ব্যক্তি রামু থানায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোপর্দ করা হয়েছে। আর পলাতকদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পাঠকের মতামত: