কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে সামুদ্রিক ‘ইয়েলো-লিপড সি ক্রেইট’ প্রজাতির সাপ।
সোমবার (৭ অক্টোবর) রাত নয়টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে সাপটি ভেসে আসে।
সৈকতের পানি বিক্রেতা মনির সাপটি দেখতে পেয়ে পলিব্যাগে ঢুকিয়ে রাখে। পরে বিচকর্মীদের সহায়তায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের জানায়। তারা এসে সাপটি নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার তরিকুল ইসলাম।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে এটি ‘ইয়েলো-লিপড সি ক্রেইট’ প্রজাতির সাপ। মূলত ল্যাটিকাউডা কলুব্রিনা, বা হলুদ ঠোঁটযুক্ত সামুদ্রিক ক্রেইট, প্রাথমিকভাবে অগভীর উপকূলীয় জল, প্রবাল প্রাচীর এবং উপহ্রদগুলোতে বাস করে। এটি প্রায়শই পাথুরে অঞ্চলে পাওয়া যায় এবং স্থলভাগে দেখা যায়। বিশেষ করে সৈকত এবং পাথুরে উপকূলে এই প্রজাতির সাপগুলো সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে বিচরণ করে।
সাপটি নিয়ে মানুষের আতংকিত হওয়ার কিছু নেই জানিয়ে তরিকুল ইসলাম বলেন, এই প্রজাতির সাপ মানুষকে কামড়ায় না। কামড়ালেও ব্যাথা অনুভব হতে পারে। কামড়ের স্থানে ফুলে যেতে পারে এবং বমি বমি ভাব হতে পারে। কামড়ের ফলে মৃত্যুর ঘটনা অস্বাভাবিক।
পাঠকের মতামত: