করোনার অধিক ঝুঁকিতে থাকাদের তালিকায় ধূমপায়ীদের নাম সংযুক্ত করার দাবি জানিয়েছে মালয়েশিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ দাবি জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, অন্যদের তুলনায় ধূমপায়ীদের করোনায় সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। সংস্থাটির সভাপতি ডক্টর সুব্রামানিয়াম মুনিয়ান্ডি বলেন, ‘ধূমপায়ীদের ফুসফুস অপেক্ষাকৃত দুর্বল থাকে, যা করোনা সংক্রমণ হওয়ার পর তা থেকে মুক্ত হতে সঠিকভাবে কাজ করতে পারে না।’
অধিক ঝুঁকিতে থাকাদের তালিকা প্রকাশ করতে গিয়ে তিনি ধূমপায়ীদের নামও যুক্ত করারও দাবি জানান।
ফ্রি মালয়েশিয়ান টুডেকে দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি জানান, সাম্প্রতি সংক্রমণের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে আক্রান্তদের একটি বড় সংখ্যা ধূমপায়ী। এ তালিকায় প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, মুমূর্ষু অবস্থায় থাকা রোগী, ঝুঁকিপূর্ণ চাকরিজীবীদের নামও রয়েছে। এছাড়া রয়েছে নিয়মিত মেডিক্যাল চেকআপ করেন না এমন ব্যাক্তিরা।
সুব্রামানিয়াম মুনিয়ান্ডি বলেন, ‘প্রত্যেকের উচিত মেডিক্যাল চেকআপ করে যার যার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে দেখা যাচ্ছে, ধূমপায়ীদের শরীরে করোনাভাইরাস অধিক সময় থাকছে এবং আক্রান্ত করছে, এমনকি সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়ে মারা যাওয়াদের তালিকায় ধূমপায়ীদের সংখ্যাই বেশি।’
পাঠকের মতামত: