কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রামুতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের রামুতে হাবিব উল্লাহ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল হক জানান, হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে মনে হচ্ছে। তবে কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।
নিহত হাবিব উল্লাহর বাবা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ বলেন, ‘পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড। এখন আমরা মরদেহ নিয়ে ব্যস্ত। পরে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এতে কোনো সন্দেহ নেই। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: