ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার::
কক্সবাজারের রামু উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় গাড়ির হেলপার আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. নুরুল আজিম। তিনি রামু সিকদারপাড়া এলাকার বাসিন্দা।
রামু হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, বালুবোঝাই ট্রাকটি চকরিয়ার খুটাখালী এলাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। রশিদ নগর মামুন মিয়ার বাজার এলাকায় পৌঁছালে সেটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে চালক গাড়িতে আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় চালককে উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলপারকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই মুজিবুর আরো জানান, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়েছে। অনুমতি পেলে দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হবে।
পাঠকের মতামত: