কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় এক জন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর ১৫ নং ক্যাম্পের ব্লক-এফ/২৬ এর ইমাম হোসেনের ছেলে মো ছৈয়দ উল্লাহ(১০)৷

এসময় আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়৷ তারা হলেন ক্যাম্প-১৪ ব্লক-এ/৪ এর মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫), একই ক্যাম্পের  জুনায়েদের ছেলে এনায়েত রহমান(০৬)।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক বি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক জন শিশু নিহতের খবর পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ সেখানে কাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছেন, মাটিচাপায় দুই জন নিহত হয়েছেন। একনজ মৃত উদ্ধার করলেও অন্যজন এখনো মাটির নিচে রয়েছে৷ আরও দুই জনকে জীবিত উদ্ধার হয়েছে।

পাঠকের মতামত: