নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্ত স্নাত গণঅভ্যুত্থানের গ্রাফিতির উপর জয় বাংলা, শেখ হাসিনা লেখা নিয়ে তোলপাড় সহ সর্বত্রে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে (৪ ফেব্রুয়ারি) উপজেলা সদরে অবস্থিত উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালে বড় বড় অক্ষরে গ্রাফিতির উপর এ লেখা দেখা মেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসেছ উঠেছে। পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের গ্রেফতারের দাবি জানান নেতৃবৃন্দরা।
উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুওয়ানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরা আত্ম গোপন থেকে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গ্রাফিতির উপর জয় বাংলা ও জয় শেখ হাসিনা লেখা চিহ্নিত দোসরদের কে খুঁজে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, ভান্ডারী ওয়ালে বিভিন্ন মনষীদের বাণী ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গ্রাফিতি ছিল। রাতের আঁধারে গ্রাফিতির উপর জয় বাংলা ও জয় শেখ হাসিনা লিখে দেওয়া হয়। যা আমরা সকালে দেখতে পাই। পরবর্তীতে রং দিয়ে তা মুছে ফেলা হয়েছে। উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ বলেন বিষয়টি খুবই দুঃখজনক। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে পতন করতে গিয়ে ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য দেশপ্রেমিক নিজের জীবনকে উৎসর্গ করেছে। রক্ত স্নাত এই নতুন বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে নেতাকর্মীরা গ্রাফিতির উপর নিন্দনীয় কাজটি করেছে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত: