কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ঈদগড়- ঈদগাঁও সড়কে কলেজ ছাত্র অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপন দাবী

ঈদগাঁও সড়কের হিমছড়ী ঢালায় সঙ্গিত শিল্পী জনি ও কালু হত্যাকান্ডের ৭মাসের মাথায় আবারো ডাকাতি ও অপহরণ সংগঠিত হয়। ৯ই মার্চ সকাল সাড়ে ৭ টায় অপহৃত কলেজ ছাত্র মো: আবদুল্লাহ ঈদগাঁও যাওয়ার পথে অপহরণের শিকার হন।

অপহরণের পর দুপুর ১টা পযর্ন্ত কোন খোঁজ ছিলনা বলে পরিবারের লোকজন জানান। পরে দুপুর ১টায় অপহৃত আব্দুল্লাহর মোবাইল থেকে মায়ের মোবাইলে ডাকাতরা কল করে বলে তোমার ছেলেকে জীবিত পেতে চাইলে ৩ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে।

ছেলের কান্না জড়িত কন্ঠও মাকে শুনানো হয়। অপরদিকে ডাকাতদের কিরিস দায়ের কোপে আহত অটোরিকশা চালক একই এলাকার নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা জায়। অপহৃত মোঃ আব্দুল্লাহ ঈদগড় পূর্বহাসনাকাটা আলী হোসেনের ছেলে। এ রির্পোট লিখাকালীন সময়ে পুলিশ ও জনতা অপহৃত আবদুল্লাহকে উদ্ধার করতে পারেনি।

পাঠকের মতামত: