কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন

আরও ৮০ হাজারের বেশি রোহিঙ্গা এসেছে: ইউনূস

মিয়ানমারের রাখাইনে নতুন করে সহিংসতার কারণে সাম্প্রতিক সময়ে আরও ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন।

বুধবার মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্বরি আবদুল কাদিরের সঙ্গে সৌজন্যে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ডি ৮ সম্মেলনে যোগ দিতে মুহাম্মদ ইউনূস এখন মিশরের রাজধানী কায়রোতে রয়েছেন। সেখানে সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার মন্ত্রী।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশের আসিয়ান সদস্যপদ পাওয়ার সম্ভাবনা, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মসংস্থান বাড়ানো এবং উচ্চশিক্ষায় সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্রঋণ প্রচারের একজন অগ্রগামী হিসেবে পরিচিত মালয়েশিয়ার মন্ত্রী কাদির তার দেশ বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানান। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাংলাদেশের আসিয়ান ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার প্রচেষ্টায় মালয়েশিয়া পাশে থাকবে।

মালয়েশিয়ার মন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।”

ইউনুস বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি রাখাইন রাজ্য। সহিংসতায় বিপর্যস্ত রাখাইন রাজ্যের মানুষের সহায়তায় তিনি সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল গঠনের পক্ষে।

তিনি বলেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।

পাঠকের মতামত: