অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রস্তাবিত ভ্যাক্সিনটি খুবই প্রমিজিং রেসাল্ট দেখাচ্ছে। Phase I & II trial এর ফলাফল অলরেডি মেডিক্যাল সায়েন্সের বিশ্ববিখ্যাত জার্নাল, Lancet এ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ১০৭৭ জন রোগীর উপর এই ট্রায়াল সম্পন্ন করা হয়। ফলাফলে ভ্যাক্সিনটি অনেক নিরাপদ ও সহনীয় প্রমানিত হয়েছে। সবচেয়ে পজিটিভ নিউজ হল – এই COVID-19 ভ্যাক্সিনটি দারুনভাবে ইমিউনিটি বোস্ট-আপ করতেছে। খুবই শক্তিশালী ইমিউন রেসপন্স দিচ্ছে। Immune response (ইমিউন রেসপন্স) এ- T Cell নামক যে সেলটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে – সেইটি ব্যাপক সাড়া প্রদান করতেছে, আলহামদুলিল্লাহ! Vaccination তথা ভ্যাক্সিন প্রদানের ১৪ দিনের মধ্যেই এই সাড়া মিলতেছে। ফলশ্রুতিতে এর কিছুদিনের মধ্যেই চমৎকার এন্টিবডি রেসপন্স দেখা দিচ্ছে। এন্টিবডির প্রপার রেসপন্স এর উপর সাফল্য নির্ভর করে। অধিকন্তু, ডোজের উপর এনালাইসিস করে দেখা গেল- ডোজ বাড়ালে ইমিউন রেসপন্সও বাড়তেছে! আসলে, ট্রায়ালের বিভিন্ন স্টেপের মধ্যে অভুতপুর্ব সমন্বয় ও দারুন সব আশাজাগানিয়া ফলাফলের মাধ্যমে- আমরা খুব ভাল কিছু প্রত্যাশা করতেই পারি।
এখন, Phase lll trail এর কাজ শুরু হয়েছে। এই ট্রায়াল চলতেছে আমেরিকা, ব্রাজিল, সাউথ আফ্রিকাসহ আরো কিছুদেশের অন্তত ৩০,০০০ পেশেন্ট এর উপর! আশা করছি, বেশ ভাল ফলাফল আসবেই। তারপর, অচিরেই হয়ত আমরা করোনা ভাইরাস মোকাবেলার হাতিয়ার পেয়ে যাব, ইন্শা-আল্লাহ। আল্লাহ সহায়!!!
লেখক: মোহাম্মাদ নুরুল আমিন,
সহকারী অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ, অতিশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ
পাঠকের মতামত: