কক্সবাজার, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

সম্পূর্ণ ফ্রীতে YCC দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আবেদন শেষ ৩১ জানুয়ারি

শুরু হচ্ছে YCC সপ্তম ব্যাচ

USAID এর অর্থায়নে এবং U.S. Forest Service এর তত্ত্বাবধানে আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে Youth Conservation Corps (YCC) প্রশিক্ষণ কার্যক্রমের সপ্তম ব্যাচ। এগ্রিকালচার, নার্সারি, সেলাই, কম্পিউটার, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বিষয়ে দেশের সেরা প্রশিক্ষকের তত্ত্বাবধানে পাঁচ মাস ব্যাপী চলবে এই প্রশিক্ষণ। সাথে রয়েছে এক মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা।

শুধুমাত্র কক্সবাজার এবং বান্দরবান জেলার ১৮-২৪ বছর বয়সী H.S.C পাশ করতে না পারা সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। YCC প্রশিক্ষণটিতে প্রশিক্ষণার্থীরা প্রথম দুই মাস বিনামূল্যে খবার, আবাসিক সুবিধা এবং বৃত্তি পাবেন। পরের তিন মাস নিজ নিজ এলাকায় বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে পাবেন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।

নিজ নিজ দক্ষতা উন্নয়নের জন্য যারা আবেদন করতে চান, তাদের জন্য আবেদন করার সময়সীমা ০১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

অনলাইনে আবেদন করার লিংকঃ https://shorturl.at/pFvbo

পাঠকের মতামত: