কক্সবাজার, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা অনুপ্রবেশ-চোরাচালান ঠেকাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বুলেটপ্রুফ গাড়িতে বিজিবির টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির জওয়ানরা।

জোন কমান্ডার ও ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালানসহ সব ধরনের চলাচল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সে কারণে নির্মাণাধীন সীমান্ত সড়কে বুলেটপ্রুফ গাড়ি সংযোজন করা হয়েছে। যাতে যে কেউ খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে না পারে।

সূত্রমতে, এ বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি খাদ্য ও রসদ জোগানোসহ অর্থসংকট মেটাতে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির স্থলসীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাকারবারিদের কাছে থেকে চাঁদা আদায় করছে। যা গত দুই বছর ধরে চলে আসছে। এমনকি চোরাকারবারিদের উৎসাহ দেওয়া হচ্ছে। যাতে তাদের আয় বাড়ানো যায়। তাদের এই অপচেষ্টা রুখে দিতেই বিজিবি এই ব্যবস্থা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুর থেকে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির জওয়ানরা প্রথমবারের মতো চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহলে এসিপি বা বুলেটপ্রুফ গাড়ি সংযোজন করেছে। সঙ্গে অন্যান্য বাহনসহ নিয়মিত টহল তো আছেই।

পাঠকের মতামত: