কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মা মেয়েসহ র‌্যাবের পৃথক অভিযানে আটক – ৫

শাহেদ হোছাইন মুবিন :

টেকনাফ হয়ে মিয়ানমার থেকে আসছে ইয়াবার বড় বড় চালান। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিদিনই মাদকদ্রব্যসহ কারবারি আটক হলেও আগ্রাসনের তুলনায় তা একেবারেই অপ্রতুল।

এদিকে শুক্রবার রাতে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে মাদক কারবারিরা এমন খবরে চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায় র‌্যাব ১৫ এর সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু। এসময় একটি পিকআপে বিশেষ কায়দায় লুকানো ৩ লাখ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ২২ হাজার টাকাসহ গাড়ির চালক আবু হানিফকে আটক করে র‍্যাব।

একই দিন বিকেলে ঘুমধুম আজোখাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ *নূর মোহাম্মদ ও *আক্তার কামাল নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এরপর শনিবার ভোররাতে আরেক অভিযানে খরুলিয়া নয়াপাড়া এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দুই লাখ একষট্টি হাজার ছয়শত টাকাসহ মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে আটক করে র‍্যাব।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

র‍্যাব আরও বলছে, মাদক কারবারে সাথে জড়িত অতীতে বড় বড় মূলহোতাদেরও যেমন আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে তেমনি এসব মাদকের সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃতদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: