বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(২০ জুন) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, আগামী ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সিলেট বিভাগের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি চলবে।
পাঠকের মতামত: