কক্সবাজার, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক

(ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ থানাধীন পৌরসভাস্থ নাইট্যংপাড়া মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পূর্ব পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তাদের নিকট থেকে সর্বমোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: