টেকনাফে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানভূক্ত এনামুল হক নামের এক আসামি গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৫ জুলাই) রাতে কাঞ্জরপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ।
এনামুল হক হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের আবু দয়ালের পুত্র ।
মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি গ্রেপ্তারের জন্য গতকাল রাতে র্যাব টেকনাফ মডেল থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানভূক্ত আসামি এনামুল হককে (২২) গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় আসামি হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: