কক্সবাজার, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

কক্সবাজারে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জেলা বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান।
তিনি বলেন, মেধাবী ও দক্ষ জনশক্তিই স্মার্ট বাংলাদেশ গঠনের সহায়ক। তাই জনগনের পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ ও পুষ্টিমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাক্তার বিপাশ খীসা।
এ সময় জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের পরিচালক ডা তাহেরুল ইসলাম খান, ইউনিসেফ নিউট্রেশন কর্মকর্তা রায়হানা ভূঁইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
কর্মশালায় জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের সহকারী পরিচালক ডা নাজিয়া আন্দালিব বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রতিনিধিরা স্ব স্ব দপ্তরের পুষ্টি বিষয়ক কার্যাক্রম উপস্থাপন করেন সভায়।

পাঠকের মতামত: