জেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকের পরাজয়
শাহেদ হোছাইন মুবিন :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার জেলার তিন উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ মে ২৪) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আবছার ৩৪ হাজার ৯৭৪ ভোট পেয়ে ৮ হাজার ৯১৯ ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৬ হাজার ৫৫ ভোট।
বুধবার (৮ মে ২৪) সন্ধ্যায় কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাছিম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনব্যাপী সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোটগ্রহণ। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৩৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রশিদ মিয়া, ৩৬ হাজার ৫৪২ ভোট পেয়ে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রোমেনা আক্তার, তাঁর নিকটতম প্রতিদ্বন্দী চম্পা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৫১৪ টি।
কুতুবদিয়া :
চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে ব্যারিস্টার হানিফ বিন কাসেম ঘোড়া প্রতীক নিয়ে ২৭৩৯৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মৌলভী আসহাব উদ্দিন কুতুবী আনারস প্রতীক নিয়ে ৫৫২২ভোট পেয়েছেন। আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭৪৬ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ ৩৭.৮৩%।
ভাইস চেয়ারম্যান প্রার্থী তিন জন, তন্মধ্যে আকবর খাঁন উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৯৯৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জুনায়েদুল হক চশমা প্রতীক নিয়ে ১৩২৫২ ভোট পেয়েছেন। ফরিদ উদ্দিন তালুকদার বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দুইজন, হাছিনা আক্তার বিউটি কলস প্রতীক নিয়ে ২১৪৫৯ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দা মেহেরুন্নেছা ফুটবল প্রতীক নিয়ে ১৫১১০ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ৩৭.৮৩%।
এ নির্বাচনে ৬ ইউনিয়নে মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৯৭১৭০জন। পুরুষ ভোটার-৫১,৫৬৯ জন,মহিলা ভোটার ৪৫,৬০১ভোট।
মহেশখালী :
উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে দোয়াতকলম প্রতীক নিয়ে ৩৮৬৯০ পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টুপি প্রতীক নিয়ে হাবিব উল্লাহ পেয়েছেন ৩৫৭১৫ ভোট। অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে গোলাম কুদ্দুস চৌধুরী পেয়েছেন ৯০৭৫ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী আবু ছালেহ্, তিনি পেয়েছেন ২৫৬০৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইন উদ্দিন তোফাইল উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯০৬৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী মনোয়ারা কাজল, তিনি পেয়েছেন ৪৫৮০৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মিনুয়ারা মিনু পেয়েছেন ২৬৯৪১ ভোট।
বুধবার ভোটগ্রহণ শেষে রাতেই সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।
পাঠকের মতামত: