নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায়, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তবে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। নতুন নেতৃত্ব ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
পাঠকের মতামত: