নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে একটি হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই রায় দেয়া হয়। দীর্ঘ ১৫ বছর মামলার বিচারিক কার্যক্রম শেষে এই রায় দেয়া হয়।
২০০৭ সালে চকরিয়ার ইসলাম নগরের নুরুচ্ছালাম নামে এক ব্যক্তি পথ দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে চোর আখ্যা দিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে গাছে বেঁধে আঘাত করতে থাকলে সেখানেই মৃত্যু হয় নুরুচ্ছালামের।
পরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ মামলায় সাজাপ্রাপ্ত আসামীরা হলেন সাবের আহমেদ, মহিউদ্দীন ও গিয়াস উদ্দীন। আসামীরা এতোদিন জামিনে থাকলেও রায়ের পর কারাগারে প্রেরণ করা হয় ।
পাঠকের মতামত: