কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতির নাম্বার ক্লোন করার চেষ্টা

সংবাদ বিজ্ঞপ্তি::

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র বহুল ব্যবহৃত ফোন নম্বর ক্লোন করার চেষ্টা করছে একটি চক্র।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এসংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ” গত কয়েকদিন ধরে আমার ব্যবহৃত নম্বরে অনাকাঙ্ক্ষিত এসএমএস ও কল আসছে। এমন হওয়ার কারণ হতে পারে, কোন চক্র কৌশলে আমার নম্বর ক্লোন করার অপচেষ্টায় লিপ্ত।”

সকলকে এব্যাপারে সচেতন থাকার অনুরোধ করে তিনি আরো বলেন , “আমার নম্বর ব্যবহার করে কেউ টাকা বা অন্যায় কোন সুযোগের আবদার করলে দয়া করে ফাঁদে পা দিবেন না, এবং আমাকে মেসেঞ্জার বা সরাসরি বিষয়টি অবহিত করবেন। ”

ইতিমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি গোচর করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এর আগে, গত বছরও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করা অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে থানায় সাধারণ ডায়েরি করেন ইউএনও ইমরান হোসাইন সজীব, সেসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেন তিনি।

পাঠকের মতামত: