নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপালং আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক এটিএম রশিদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এদিকে রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও তৃনমূল আওয়ামীলীগের নেতা-কর্মীদের খবর নিয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উখিয়া-টেকবাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বলেন, আমি যতোদিন বেঁচে থাকব ততদিনে উখিয়া টেকনাফের মানুষের পাশে থাকব। আমার কাছে সবাই সমান। আমি এভাবে সবাই পাশে থাকতে চাই৷
পাঠকের মতামত: