বিশেষ প্রতিনিধি::
কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় তাদের আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সদস্যরা।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পের নুরুল আলমের ছেলে মো. ইউনুস (২২) ও নুরুল হকের ছেলে ইসমাইল (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, দুই রোহিঙ্গা নাগরিক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে কুমিল্লা আসার সময় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে তাদের আটক করা হয়। পরে উপ-পরিদর্শক মো. মুরাদ হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, শনিবার দুপুরের দিকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দুজনই রোহিঙ্গা। তাদের আদালতে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: