কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ইনানী সৈকতে ভেসে এল আরও ২ জেলের লাশ, দুদিনে ৫টি

কক্সবাজারে উখিয়া উপজেলার ইনানী সৈকতে ভেসে এসেছে আরও দুই জেলের মৃতদেহ। এ নিয়ে দুইদিনে পাঁচ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে মৃতদেহ দুটি ভেসে আসে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম।

মৃতদের মধ্যে আব্দুল করিম নামের এক জেলের পরিচয় পাওয়া গেলেও অপরজনের নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।

আব্দুল করিম (৩৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর বাসিন্দা আবুল বশরের মালিকানাধীন এফবি আব্দুল ছামাদ সাহা নামের ট্রলারের জেলে ছিলেন।

শুক্রবার সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইনানী সৈকতের কাছে এসে এফবি আব্দুল ছামাদ নামের ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে ১১ জন জেলে ছিলেন। নয়জন জীবিত উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিলেন।

শনিবার সৈকতে ভেসে আসা মরদেহ দুটি সেই নিখোঁজ জেলের বলেই মনে করছেন পুলিশের পরিদর্শক রেজাউল করিম। তিনি বলেন, দুপুরে ইনানী সৈকতে দুটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করে। সেগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এবং রামু উপজেলার পেঁচারদ্বীপ পয়েন্টে ভেসে আসা দুই জেলের মৃতদেহ উদ্ধার হয়।
এ ছাড়া শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সমিতি পাড়া পয়েন্ট থেকে অপর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো কোনো ট্রলার দুর্ঘটনার নাকি অন্য কোনো মরদেহ ভেসে এসেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পাঠকের মতামত: