কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

অনলাইনে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া ৩২ রোহিঙ্গা আটক 

 

অনুমতিবিহীন রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে ভার্চুয়ালি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছিলো ৩২ রোহিঙ্গা।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার (১৭ মে) এই অভিযান চালানো হয়।

বিশ্বস্ত সূত্র বলছে, আটককৃতরা শুক্রবার সকাল উখিয়ার একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ‘এশিয়া প্যাসিফিক সামিট অফ রিফিউজিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করে।

আটক রোহিঙ্গাদের কাযর্ক্রম সন্দেহজনক হওয়ায় কৌশলে ঐ প্রতিষ্ঠানটির কতৃপক্ষ সংশ্লিষ্টদের অবগত করে।

অভিযানে ২টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর, ৩২ টি মোবাইল ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ‘তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ‘

পাঠকের মতামত: